৭ সপ্তাহ মাঠের বাইরে হালান্ড, দুঃশ্চিন্তায় সিটি

0

তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ইনজুরিতে দুঃশ্চিন্তায় পড়েছে ম্যানচেস্টার সিটি। 

রবিবার (৩০ মার্চ) বোর্নামাউথের বিরুদ্ধে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয়ের ম্যাচটিতে গোঁড়ালির ইনজুরিতে পড়েন ২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান। 

এবারের মৌসুমে ৩০তম গোল করার পরপরই বোর্নমাউথ মিডফিল্ডার লুইস কুকের কঠিন চ্যালেঞ্জে হালান্ড মাঠ ছাড়তে বাধ্য হন। হালান্ডের মাঠে ফেরা নিয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেনি ইংলিশ চ্যাম্পিয়নরা। 

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আশা করা হচ্ছে মৌসুমের বাকি সময়টার জন্য হালান্ড ফিট হয়ে মাঠে ফিরবেন। এর মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপেও তার খেলার প্রত্যাশা করা হচ্ছে। সোমবার ম্যানচেস্টাওে আর্লিং প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়েছে। ইনজুরির মাত্রা নির্নয়ে বিশেষজ্ঞর পরামর্শ নেয়া হবে। এরপরপরই তার পুনর্বাসন শুরু হবে।’

সিটি বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখার জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে সিটিজেনরা। এ সপ্তাহে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ লিস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ক্রিস্টাল প্যালেস ও এভারটনের পর আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা।

হালান্ড এই মৌসুমে ৩০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। কিন্তু তার চোট মানে,  সিটির আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে যাবে। তার অনুপস্থিতিতে হুলিয়ান আলভারেজ কিংবা অন্য কাউকে এই দায়িত্ব নিতে হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here