৭ ডলার চুরি, পুরো চাকরিজীবনের পেনশন বঞ্চিত হচ্ছেন বাসচালক

0

যাত্রীদের ভাড়া থেকে মাত্র সাত ডলার চুরি করেছিলেন জাপানের এক বাসচালক। আর এই অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তাই নয়, পেনশনের ৮৪ হাজার ডলার আর পাবেন না তিনি। ২৯ বছর ধরে চাকরি করেও চুরির কারণে পেনশন বঞ্চিত হচ্ছেন তিনি।

২০২২ সালে সাত ডলার চুরি করার বিষয়টি ক্যামেরায় ধরা পড়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর নাম প্রকাশ না করা ওই ব্যক্তিকে বরখাস্ত করে কিয়োটো সিটি।

পরে ওই বাসচালকের অবসরকালীন এক কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) অর্থ বাতিল করা হয়। পরে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু মামলাটিতে হেরে গেছেন তিনি।

একপর্যায়ে তার পক্ষে রায় দিয়েছিলেন আদালত। এতে বলা হয় যে, তার শাস্তি অতিরিক্ত ছিল।

কিন্তু বৃহস্পতিবার শহরের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন জাপানের সুপ্রিম কোর্ট।

এই রায়ে বলা হয়েছে, ওই ব্যক্তির আচরণ বাস ব্যবস্থা ও সার্ভিসের সুষ্ঠু পরিচালনার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে।

জানা গেছে, সেই সময় পাঁচজন যাত্রীর একটি দল বাসে প্রবেশ করে ও তাকে এক হাজার ১৫০ ইয়েন দেয়। ওই বাসচালক দলটিকে ১৫০ ইয়েন মূল্যের কয়েন ভাড়া সংগ্রহের বাক্সে ফেলে দেওয়ার নির্দেশ দেন এবং হাতে এক হাজার ইয়েনের বিল গ্রহণ করেন। তবে এ বিষয়ে সঠিকভাবে রিপোর্ট করেননি।

ক্যামেরায় ধরা পড়ার পরেও তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় তা অস্বীকার করার চেষ্টা করেন।

রায় অনুসারে, বিভিন্ন ঘটনার জন্য ওই চালককে তার কর্মজীবনে বেশ কয়েকবার তিরস্কার করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here