কুমিল্লা-১ আসনের নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনি ট্রেন দুর্বার গতিতে এগিয়ে চলছে। কেউ চাইলে তা দমিয়ে রাখতে পারবে না। এ সময় তিনি বলেন, ৭ জানুয়ারি আমরা নিষ্কন্টক বিজয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবো ইনশাআল্লাহ।
সোমবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল প্রমুখ।