৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি আল-নাসেরের

0

ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোলে জয় পেয়েছে তাদের দল আল-নাসের। তবে সেটিকে স্বস্তির জয় বলাই চলে!

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আহলি। ম্যাচটিতে ৪-৩ গোলে জয় পায় আল-নাসের। । 

এ দিকে তিন দফায় আল-আহলি সফল হলেও এক গোলে পিছিয়ে থেকে তাদের হার দেখতে হয়েছে। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি প্রথমার্ধে জাল খুঁজে পান এবং দ্বিতীয়ার্ধে আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করেন। ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরাস আল-ব্রিকানের গোল ব্যবধান দাঁড়ায় ৪-৩। শেষ পর্যন্ত এই ব্যবধান থাকায় জয় পায় আল-নাসের।
 
মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া আল-নাসের এই নিয়ে টানা পাঁচটি জয়ের রেকর্ড গড়ল। সর্বশেষ জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোনালদোর দল। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। আর সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here