৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মহারাজ

0
৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মহারাজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে কেশব মহারাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করা স্বাগতিকরা দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায় ৩৩৩ রানে।

দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামানোর পথে ১০২ রানে ৭ উইকেট নেন মহারাজ। তাতেই একাধিক কীর্তি গড়েছেন এই স্পিনার। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে টেস্টে এটা পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল পল অ্যাডামসের দখলে। ২০০৩ সালে লাহোর টেস্টে ১২৮ রানের বিনিময়ে ৭ উইকেট নেন অ্যাডামস। এবার তার রেকর্ড ভেঙে দিলেন মহারাজ।

এদিন আরও একটি বড় কীর্তি গড়েছেন মহারাজ। টেস্টে এশিয়ার মাটিতে ৫০ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার তিনি। নাথান লায়নের পর এশিয়ার বাইরের দ্বিতীয় বোলার হিসেবে এশিয়ায় একাধিকবার ৭ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মহারাজ। এর আগে ২০১৮ সালে কলম্বো টেস্টে ১২৯ রান খরচায় ৯ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার। টেস্টে এটাই তার সেরা বোলিং ফিগার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here