আইফোন ব্যবহারকারীদের জন্য বিশাল এক চমক নিয়ে হাজির হয়েছে মেকানিক্যাল কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান আক্কো (Akko)। তাঁরা এই প্রথম বাজারে এনেছে তাদের প্রথম স্মার্টফোন এক্সেসরিজ, ‘মেটাকি (MetaKey)’ কিবোর্ড কেস। এই গ্যাজেটটি পুরনো ব্ল্যাকবেরি (BlackBerry) ফোনের ক্লাসিক ডিজাইনের কথা মনে করিয়ে দেবে আইফোন ব্যবহারকারীদের। তুলনামূলকভাবে কম দামে পণ্যটি ক্লিকস (Clicks)-এর কিবোর্ড কেসগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে।
দাম ও রঙ:
আইফোন ১৬ প্রো ম্যাক্সের জন্য মেটাকি কেসের দাম রাখা হয়েছে ৫৯.৯৯ ডলার, (বাংলাদেশি টাকায় ৭০০০ টাকা)। আর আইফোন ১৭ প্রো ম্যাক্স সংস্করণের দাম ৬৯.৯৯ ডলার, যা সাময়িক ছাড়ে ৫৯.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। ক্রেতারা কালো, সাদা, গোলাপি, নীল, সবুজ এবং কমলা—এই ছয়টি রঙের মধ্যে পছন্দমতো বেছে নিতে পারবেন।
ডিজাইন ও সংযোগ:
ডিভাইসটি ইউএসবি-সি (USB-C) পোর্টের মাধ্যমে আইফোনে যুক্ত হয় এবং একই সঙ্গে চার্জ ও সিঙ্ক করার জন্য একটি পাসথ্রু পোর্ট সুবিধাও রয়েছে। ক্লিকস-এর কেস যেখানে শুরু হচ্ছে ১৩৯ ডলার থেকে, আক্কো সেখানে অর্ধেকেরও কম দামে প্রায় একই অভিজ্ঞতা দিচ্ছে।
কিবোর্ডে রয়েছে শর্টকাট কী—যার মাধ্যমে সরাসরি নম্বর, সিরি (Siri), বিভিন্ন অ্যাপের নির্দিষ্ট ফিচার এবং ভয়েস-টু-টেক্সট মোডে প্রবেশ করা যায়। এতে আরও রয়েছে ব্রাউজিং মোড, যা কিবোর্ডের উপরের সারিটিকে স্ক্রলিং বাটনে পরিণত করে, সোশ্যাল মিডিয়া ব্রাউজে বিশেষ সুবিধা দেয়।
ব্যবহারে ভারসাম্য আনতে উন্নতি:
টাইপ করার সময় ডিভাইস ভারসাম্যহীন মনে না হয়, সে জন্য আক্কো যুক্ত করেছে নয় গ্রাম ওজনের একটি অপসারণযোগ্য ব্যালান্স ওয়েট, যা কিবোর্ডের পিছনে স্থাপন করা যায়। এছাড়াও এতে ব্যাকলাইটিং ফিচার রয়েছে, ফলে অন্ধকারেও সহজে টাইপ করা যায়। মেটাকি কেসটি ম্যাগসেফ (MagSafe) সাপোর্ট করে, ফলে চার্জার বা স্ট্যান্ডসহ অন্যান্য ম্যাগনেটিক এক্সেসরিজের সঙ্গে সহজে যুক্ত হয়।
প্রতিদ্বন্দ্বী ক্লিকসের পাল্টা পদক্ষেপ:
এদিকে ক্লিকস (Clicks) তাদের তৃতীয় প্রজন্মের কিবোর্ড কেস প্রকাশ করেছে আইফোন ১৭ ও ১৭ প্রো সিরিজের জন্য। নতুন সংস্করণটি আগের চেয়ে ৪০% পাতলা এবং ১১% হালকা। এতে যোগ হয়েছে লেনইয়ার্ড হোল, যা অ্যাপলের নতুন ক্রসবডি স্ট্র্যাপ সমর্থন করে। দাম রাখা হয়েছে ১৩৯ থেকে ১৫৯ ডলার পর্যন্ত। নতুন এই সিরিজটি আরও বেশি পোর্টেবল ও অর্গোনমিক, যেখানে গত বছরের মতো স্কাল্পটেড কী ব্যবহার করা হয়েছে।
আক্কোর নতুন পণ্য বাজারে আসার প্রতিক্রিয়ায় ক্লিকসের সহপ্রতিষ্ঠাতা ও সিএমও জেফ গ্যাডওয়ে (Jeff Gadway) বলেন, “আমরা এখনো উদ্ভাবনের দিক থেকে এগিয়ে আছি। ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা আইফোন, পিক্সেল ও মটোরোলা রেজর সিরিজের মডেল জুড়ে।” তিনি আরও জানান, কোম্পানির পরবর্তী প্রজন্মের পণ্য ২০২৬ সালের প্রথম দিকে উন্মোচিত হবে এবং এতে থাকবে নতুন অ্যাকশন-অরিয়েন্টেড ফিচার।
সূত্র: উবারগিজমো