৬.২৫ কোটি রুপির চুক্তি, তবুও আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রুক

0

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল, বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন হ্যারি ব্রুক। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের নিয়ম অনুযায়ী ব্রুককে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “ইসিবি এবং হ্যারি ব্রুককে দুই বছরের নিষেধাজ্ঞার একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে বিসিসিআই। নিলামের পরেই প্রত্যেক ক্রিকেটারকে টুর্নামেন্টের নিয়ম জানানো হয়। বোর্ডের নীতি অনুসারে, সব ক্রিকেটারকেই এই নিয়ম মানতে হবে।”

আইপিএলের নতুন নিয়ম অনুসারে, যেকোনো খেলোয়াড় যদি রেজিস্ট্রেশন ও নিলামে নির্বাচিত হওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নাম প্রত্যাহার করেন, তাহলে তাকে পরবর্তী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলামে তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছিল দিল্লি। তবে টুর্নামেন্ট শুরুর আগে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।

এর আগের আসরেও ব্রুক নাম প্রত্যাহার করেছিলেন। সেবারও দিল্লি ক্যাপিটালসই তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here