চলতি বছরের জানুয়ারিতে ৬ শতাংশ কমেছে মার্কিন ক্রুড উৎপাদন। বছরের শুরুর মাসটিতে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে আমেরিকা, যা ডিসেম্বরের তুলনায় অন্তত ৬ শতাংশ কম।
তীব্র শীতের কারণে দেশটিতে তেলের উৎপাদন কমে যায়।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্রুড তেল উৎপাদন হয় টেক্সাস অঙ্গরাজ্যে। জানুয়ারিতে সেখানে দৈনিক উৎপাদন হয় পাঁচ দশমিক চার মিলিয়ন ব্যারেল, যা আগের মাসের চেয়ে পাঁচ শতাংশ কম। একই সঙ্গে উত্তর ডাকোটায় উৎপাদন কমে ১৩ শতাংশ।
জানুয়ারিতে উইন্টার ঝড়ের কারণে তেলের উৎপাদন কমে যায়। সে সময় ব্যাপক তুষারপাত ও ভারী বৃষ্টিরকবলে পড়ে যুক্তরাষ্ট্র।
এদিকে শনিবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি বেড়ে ৮৩ দশমিক ১৭ ডলারে দাড়িয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৭ ডলারে। সূত্র: রয়টার্স