৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত পাকিস্তানে, নিহত ১

0
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত পাকিস্তানে, নিহত ১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১৯ জানুয়ারি) প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যু হয়েছে একজনের এবং বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ছিল ভূমিকম্পটির। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কম্পনের তীব্রতায় পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানিয়েছেন, গিলগিট-বালতিস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় মাটির তৈরি ঘরবাড়ি ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। ভূমিকম্পের পরপরই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ার কারণে ওই অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে পড়া একটি পাথরের আঘাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনিক সূত্রে। বর্তমানে আটকে পড়া সড়কগুলো পরিষ্কার করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সরকারি বিভিন্ন সংস্থা। সূত্র: রয়টার্স, আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here