৬ বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নিল রংপুর রাইডার্স

0
৬ বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নিল রংপুর রাইডার্স

বিপিএল শুরু হতে আর বাকি ৯ দিন। দ্বাদশ আসরকে সামনে রেখে ইতিমধ্যে ১২ বছর পর হওয়া নিলাম পদ্ধতিও শেষ হয়েছে। এখন শেষ প্রস্তুতি হিসেবে স্কোয়াড সাজাতে সরাসরি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

তারই ধারাবাহিকতায় বুধবার ৬ বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

এক বিজ্ঞপ্তিতে একবারের চ্যাম্পিয়নরা জানিয়েছে, দলের শক্তি ও ভারসাম্য আরও বাড়ানোর লক্ষ্যে এই অভিজ্ঞ ও প্রতিভাবান বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।

চুক্তিবদ্ধ করা সেই ৬ ক্রিকেটার হচ্ছেন-৪ পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদের সঙ্গে ইংল্যান্ডের ডেভিড মালান এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ফাহিম বাদে পাকিস্তানের বাকি তিনজনই সর্বশেষ বিপিএলে খেলেছেন। অন্যদিকে রংপুরের হয়ে সর্বশেষ গ্লোবাল সুপার লিগে খেলেছেন অলরাউন্ডার মায়ার্স।

৬ ক্রিকেটারের বাইরে এর আগে সরাসরি আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর। দু’জনই পাকিস্তানি ক্রিকেটার। তারা হচ্ছেন-খাজা নাফি ও সুফিয়ান মুকিম। সঙ্গে নিলাম থেকে কিনেছে দু’জনকে।

তারা হচ্ছেন-ইতালির ব্যাটার এমিলিও গে এবং পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ আখলাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here