৬ বলে ৬ উইকেট! বিশ্বকাপের মাঝেই ডাবল হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড

0

শেষ ওভারে জয়ের জন্য প্রতিপক্ষ দলের দরকার ছিল ৫ রান। হাতে ছিল ছয় উইকেট। সেখান থেকে শেষ ওভারের ছয় বলে ছয়টি উইকেট নিয়ে ম্যাচ জেতালেন বোলার গ্যারেথ মর্গ্যান। আর এই অবিশ্বাস্য  ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়র লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে। যা দেখে হতবাক হয়ে গেছে ক্রিকেট মহল। 

তবে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এক ওভারে ছয় উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম না। অতীতে এক ওভারে ছয়টি উইকেট নেওয়ার নজিরও আছে। ২০১৭ সালের জানুয়ারিতে এক ওভারে অ্যালেড ক্যারি ছয়টি উইকেট নিয়েছিলেন।

প্রথম বলেই জেক গারল্যান্ডকে আউট করেন মর্গ্যান। ডিপ মিড-উইকেটে ধরা পড়ে যান জেক। দ্বিতীয় বলে মিড-অনে যায় কোন্নর ম্যাথিসনের ক্যাচ। তৃতীয় বলে মাইকেল কুর্তিনের ক্যাচ যায় মিড-উইকেট। এবার ক্যাচ ধরেন ইশান সান্ধু। চতুর্থ বলে ড্রেসিংরুমে ফিরে যান ওয়েড ম্যাকডুগল। ক্যাচ ধরেন পয়েন্টের ফিল্ডার আরমান সিধু। শেষ দু’টি বলে বোল্ড করেন মর্গ্যান। পঞ্চম বলে আউট করেন রিলে এককার্লস্লেকে। শেষ বলে ব্রডি ফ্রেলানকে আউট করে দেন। যার ফলে ৪ উইকেটে ১৭৪ রান থেকে ১৭৪ রানে অলআউট হয়ে যায় সারফার্স। হেরে যায় ৪ রানে।

আর মর্গ্যানের বোলিং ফিগার ছিল ৭ ওভারে ১৬ রান দিয়ে ৭ উইকেট। যিনি ম্যাচের শেষে সেই অবিশ্বাস্য কীর্তি নিয়ে কিছুটা মজা করেন মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বোলার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গোল্ড কোস্ট বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী, মর্গ্যান জানান যে তার কীর্তি দেখে সকলে হতবাক হয়ে গিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here