কারিগরিমুক্ত নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান প্রদান এবং প্রফেশনাল বিসিএস প্রদানসহ ৬ দফা দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের যশোর জেলা শাখা। ইউনিয়নের জেলা শাখার সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে এক ঘন্টা ধরে চলা বিক্ষোভ ও মানববন্ধনে সংগঠনের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে কারিগরিমুক্ত নার্সিং ব্যবস্থা চালু, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান প্রদান, প্রফেশনাল বিসিএস প্রদান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি ও ইন্টার্ন ভাতা নিশ্চিত করার দাবি করেন।