চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৬৭১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ হাজার ৭৩২ মিলিয়ন মার্কিন ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, ডিসেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহ ৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র : বাসস

