৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৮ জুন) ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এর আগে, বুধবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফজর আলী গার্ডেন সিটির ৫ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

তিনি জানান, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালাবদ্ধ ছিল। এইসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙ্গতে হয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা সময় লাগছিল। পরবর্তীতে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here