রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়। যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
এদিকে, মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার কেঁপে উঠেছে বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হেনেছে দুটি কম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিন, সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরও একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব। সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের কারণে আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত মৃদু কম্পন অনুভূত হয়।