৬৫ বছর বয়সে জেলে যেতে হচ্ছে অভিনেতা দলীপ তাহিলকে

0

ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ অভিনেতা দলীপ তাহিল। বহু আলোচিত ছবিতে কাজ করছেন তিনি। মূলত খল চরিত্রেই বেশিরভাগ দেখা গেছে তাকে। এবার তারই সাজা ঘোষণা করল বিচারপতি। দু’মাসের জন্য জেল খাটতে হবে অভিনেতাকে।

কিন্তু কী তার অপরাধ? ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেই সময় তার গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। তার পর অটোযাত্রীদের কটুক্তি এবং গালাগালি করেন অভিনেতা। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের খার এলাকায়। সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী অল্পবিস্তর আহতও হন। অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বের হতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here