বয়স ৬৪ বছর। এই বৃদ্ধা বয়সে ক্রিকেট মাঠে পা দিলেন এক নারী ক্রিকেটার। তার নাম জোয়ানা চাইল্ড। বিশ্বের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পর্তুগালের এই ক্রিকেটারের।
৭ এপ্রিল নরওয়ের বিরুদ্ধে খেলতে নেমে এই নজির গড়েছেন জোয়ানা চাইল্ড। এর মধ্য দিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রি ব্রাউনলি ও কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে ছাপিয়ে গিয়েছেন চাইল্ড। ব্রাউনলি ৬২ বছর ১৪৫ দিন ও ম্যালি ৬২ বছর ২৫ দিনে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন। তালিকায় সকলের উপরে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বারটন। ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।
প্রথম ম্যাচে অবশ্য ভাল খেলতে পারেননি চাইল্ড। মাত্র ২ রান করে আউট হয়ে যান। মাত্র ১০৯ রান করেও নরওয়েকে হারায় পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল করতে নেমে চার বলে ১১ রান দেন। সেই ম্যাচে পর্তুগালকে হারায় নরওয়ে। তৃতীয় ম্যাচে ব্যাট-বল করতে হয়নি তাকে। সেই ম্যাচে নরওয়েকে হারিয়ে সিরিজ জেতে পর্তুগাল।
এই সিরিজ ছাড়া আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি চাইল্ড। সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। পর্তুগালের এই দলে যেমন ৬৪ বছরের চাইল্ড রয়েছেন তেমনই তিন কিশোরীও রয়েছেন। ১৫ বছরের ইশরাত চিমা, ১৬ বছরের মারিয়াম ওয়াসিম ও ১৬ বছরের আফশিন আহমেদ পর্তুগালের হয়ে খেলছেন। তারা দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে