৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

0
৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সমস্যাগ্রস্ত পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এটি খারিজের আদেশ দেয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ মহসিব হোসেন।

তিনি বলেন, বেঞ্চের কার্যতালিকায় রিটটি ছিল। রিটকারী পক্ষ ও বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার পর আদালত রিটটি খারিজ করে দেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ রিটের বিরোধিতা করেন।

এর আগে, গত ১৮ নভেম্বর ব্যারিস্টার সাইয়েদ মাহসিব হোসেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর একটির সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে রিট আবেদনটি করেন।

এর আগে, ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পাঁচ সংকটাপন্ন বেসরকারি ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে। প্রস্তাব অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here