৫ ক্রিকেটারকে ছাড়া দেশে ফিরলো টাইগাররা

0

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে অধিনায়ক তামিম ইকবালসহ পাঁচ ক্রিকেটার ফেরেননি এই বহরের সঙ্গে।

মঙ্গলবার বাংলাদেশ সময় পাঁচটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি।  

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে অনায়াস জয়ই পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু চেমসফোর্ডের বিরুদ্ধ কন্ডিশনে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছে তামিম ইকবালদের। প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে তিন উইকেট ও শেষ ম্যাচে ৪ রানে জয় পায়।  

দেশে এসে কিছুদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে মে মাসের শেষদিকে আবার প্রস্তুতি শুরু হবে টিম বাংলাদেশের।

আগামী ১০ জুন বাংলাদেশে টেস্ট খেলতে আসার কথা রয়েছে আফগানদের।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here