৫৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা ও পিতম্বর মাছ জব্দ

0

পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, ১ মণ হাঙর ও সাড়ে ৭ মণ পিতম্বর মাছসহ একটি মাছ ধরার ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড। সংশ্লিষ্টদের হিসাবমতে, জব্দ করা এসব মাছের বাজারমূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে থেকে ট্রলারটি জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here