৫৫ কোটিরও বেশি দেনা, বাংলো বিক্রির নোটিশ সানি দেওলকে

0

যে মুহূর্তে ভারতের বক্সঅফিসে রেকর্ডের পর রেকর্ড করে চলেছে সানি দেওলের ছবি ‘গদর টু’, ঠিক সেই মুহূর্তে বাংলো বিক্রির নোটিশ পেলেন এই অভিনেতা। জানা গেছে, ৫৫ কোটি রুপিরও বেশি দেনায় পড়েছেন সানি। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।

ভারতের ব্যাংক অব বারোদা থেকে এই নোটিশ পাঠানো হয়েছে তাকে। যদিও নোটিশে নাম আছে সানির বাবা প্রবীণ তারকা অভিনেতা ধর্মেন্দ্ররও। ভারতীয় গণমাধ্যম বলছে, এই দেনার বিপরীতে মর্টগেজ হিসেবে অভিনেতার জুহুর বাংলো রয়েছে। বাংলোটির নাম সানি ভিলা। আর গ্যারান্টার হিসেবে ধর্মেন্দ্রর নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here