পাকিস্তানে আটক থাকা ৫৩৫ জন আফগান শরণার্থীকে জার্মানিতে বসবাসের অনুমতি দিচ্ছে দেশটির সরকার। এসব নাগরিকেদের আশ্রয় প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে কর্মসূচির স্থগিত হওয়ার কারণে তারা পাকিস্তানে অনিশ্চয়তায় ছিলেন।
স্থানীয় সময় (১৮ডিসেম্বর) জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী ভর্তির অনুমোদনপ্রাপ্ত প্রায় ৫৩৫ জন আফগান শরণার্থীকে জার্মানিতে পাঠাতে আগ্রহী।
এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে যতটা সম্ভব এই মামলাগুলোর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে। যাতে সংশ্লিষ্ট আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই নাগরিকদের আগের সরকারের একটি শরণার্থী কর্মসূচির আওতায় নেওয়া হয়েছিল।
গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির আওতায় থাকা ৬৫০ জনকে জানানো হয়েছে, তারা আর জার্মানিতে প্রবেশ করতে পারবেন না। সরকার তাঁদের জার্মানিতে বসবাসের দাবি ত্যাগের বিনিময়ে অর্থও প্রস্তাব করেছে। তবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৬২ জন এটি গ্রহণ করেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২৫০টির বেশি সংস্থা জানিয়েছে, প্রায় ১ হাজার ৮০০ আফগান নাগরিক পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ডন।

