৫০ হাজার অবৈধ বিদেশি, দেশ ছেড়েছেন মাত্র ১৫ হাজার

0

বাংলাদেশে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন। অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনা অনুযায়ী গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বাংলাদেশ ছেড়ে গেছেন। 

এখনও উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, আর বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিব থাকবেন সদস্যসচিব হিসেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখা সূত্র জানায়, ২০২৩ সালের ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ভিসার মেয়াদ নবায়ন বা বাড়ানোর সুযোগ দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। এই সময়ের মধ্যে ১৫ হাজার বিদেশি নাগরিক ভিসা নবায়নের আবেদন করেন বা দেশ ছাড়েন। ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি হলেও চীনা ও দক্ষিণ কোরীয় নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।

পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে থাকা ২৭ হাজার ভারতীয় নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ১০ হাজারের বেশি চীনা নাগরিকের ভিসার মেয়াদও শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাও উল্লেখযোগ্য।

ডিআইপির ভিসা শাখা জানায়, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জরিমানা দিয়ে নবায়নের সুযোগ রয়েছে। অন্যথায়, আইনি জটিলতার মুখোমুখি হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here