জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৫০০ টাকার জন্য পাঁচ বছর বয়সী মুজাহিদকে ধাক্কা দিয়ে ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়ার ২০ দিন পর তার মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা ওই শিশুর মরদেহ শনাক্ত করতে ২০ দিন আগে ব্রহ্মপুত্র নদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শিশু মুজাহিদের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তারা উদ্ধার হওয়া শিশু নিখোঁজ মুজাহিদের বলে শনাক্ত করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, স্থানীয়রা ব্রহ্মপুত্র নদে মুজাহিদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।