ম্যাচের ১০ মিনিট যেতে না যেতেই লক্ষ্যভেদ। তিন মিনিটের ব্যবধানে বার্সেলোনার জালে দুই বার বল পাঠান রিয়াল মাদ্রিদের ভিনিসুয়াস জুনিয়র।
এতে কিছু বুঝে ওঠার আগেই কোণঠাসা হয়ে পড়ে কাতালান জায়ান্টরা। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি। দুই ব্রাজিলিয়ানের দারুণ দাপটে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ফের ঘরে তুলল রিয়াল।
প্রথমার্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ভিনি। রদ্রিগো করেন দলের চতুর্থ গোলটি।
শেষ ২০ মিনিট ১০ জন নিয়ে খেলা বার্সেলোনার একমাত্র গোলটি আসে রবের্ত লেভানদোভস্কির কাছ থেকে।
প্রতিযোগিতাটিতে এটি রিয়ালের ১৩তম শিরোপা।
পুরো ম্যাচে ৪২ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল। যার ৯টি শট ছিল লক্ষ্যে। বার্সেলোনার ১২ শটের ৭টি লক্ষ্যে ছিল।