জমজমাট লড়াইয়ের শেষ দুই বলে উত্তেজনা উঠল তুঙ্গে। জেমস নিশামের পঞ্চম বলে চার মেরে শেষ বলে জয়ের সমীকরণ ৬ রানে নিলেন ইমাদ ওয়াসিম। তবে শেষ বলে এক রানের বেশি নিতে পারলেন না তিনি। রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
লাহোরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জিতল ৪ রানে। দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে আসা কিউইরা পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। ১৭৯ রানের লক্ষ্যে এদিন পাকিস্তান করতে পারে ১৭৪।
গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রবিনসন ও টম ব্লান্ডেলের ব্যাটে উড়ন্ত শুরু পায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে ব্লান্ডেলের (১৫ বলে ২৮) বিদায়ে ভাঙে ৫৬ রানের শুরুর জুটি। ৩৪ বলে ফিফটির পরপরই বিদায় নেন রবিনসন। আগের ম্যাচে ৪২ বলে অপরাজিত ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতানো মার্ক চাপম্যান এবার ৯ বলে করেন ৮ রান।
তিনে নেমে ২৬ বলে ৩৪ রান করেন ডিন ফক্সক্রফট। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ২০ বলে ২৭ রানের সুবাদে দেড়শ ছাড়িয়ে যায় সফরকারীরা। উইকেটে থাকলেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি নিশাম, ১১ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে এদিন বিশ্রাম দেয় পাকিস্তান। আব্বাস আফ্রিদি সর্বোচ্চ ৩ উইকেট নেন ২০ রান দিয়ে।
রান তাড়ায় দ্বিতীয় ওভারে বাবর আজমকে হারায় পাকিস্তান। তাকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন ও’রোক। পাওয়ার প্লেতে আরেক ওপেনার সাইম আইয়ুবকেও (১৫ বলে ২০) ফেরান তিনি। উসমান খান ও শাদাব খান টিকতে পারেননি বেশিক্ষণ। পঞ্চম উইকেটে ৪১ বলে ৫৯ রানের জুটিতে পাকিস্তানের আশার পালে হাওয়া দেন ফাখার ও ইফতিখার আহমেদ।
শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের দরকার ছিল ৪৬ রান। ইনিংসের ১৭তম ও কোটার শেষ ওভারে ইফতিখারকে ফিরিয়ে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙেন ও’রোক। পরের ওভারে ফিরে যান ফাখারও। পাকিস্তানও আর পেরে ওঠেনি। শেষ ওভারে তারা মেলাতে পারেনি ১৮ রানের সমীকরণ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতেছিল পাকিস্তান। এরপর টানা দুই জয় পেল নিউ জিল্যান্ড। লাহোরেই আগামী শনিবার হবে পঞ্চম ও শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৮/৭ (রবিনসন ৫১, ব্লান্ডেল ২৮, ফক্সক্রফট ৩৪, চাপম্যান ৮, নিশাম ১১*, ব্রেসওয়েল ২৭, ক্লার্কসন ০, সোধি ৫; ওয়াসিম ৪-০-৩২-০, আমির ৪-০-৩২-১, জামান ৩-০-৩৫-১, আব্বাস ৩-০-২০-৩, উসামা ৪-০-৪৩-১, ইফতিখার ২-০-১৪-১)
পাকিস্তান: ২০ ওভারে ১৭৪/৮ (সাইম ২০, বাবর ৫, উসমান ১৬, ফাখার ৬১, শাদাব ৭, ইফতিখার ২৩, ইমাদ ২২*, আব্বাস ১, উসামা ৫, আমির ১*; ডাফি ৪-০-৪২-০, ও’রোক ৪-০-২৭-৩, সিয়ার্স ৪-০-২৭-২, সোধি ২-০-২১-০, ব্রেসওয়েল ৪-০-৩১-১, নিশাম ২-০-২১-১)
ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: উইল ও’রোক
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড