৪ ছেলে আর ৮ মেয়ের মা হবেন শুভশ্রী

0

ফের মা হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর কয়েকদিন পরেই পরিচালক রাজ চক্রবর্তীর ঘরে আসবে নতুন সদস্য। যুবানের পর দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি রাজের পরিবার। এদিকে, অন্তঃসত্ত্বা অবস্থায়ই ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শুভশ্রী। গত রবিবার এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ সেটে ৩ বিচারক নিয়ে ভবিষ্যদ্বাণী করে কেকে আর সাকী। আর তাতেই বিস্মিত হয়ে যান শুভশ্রী।

শুভশ্রীকে উদ্দেশ্য করে সাকী বলে, ‘আজ থেকে ১৫ বছর পর অভিনেত্রীর সুন্দর একটা বাড়ি হবে। যাতে রাজ-শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি ৪ ছেলে আর গোলুমোলু ৮ মেয়ে।’ এমন কথা শুনে চোখ ছানাবড়া হয়ে যায় শুভশ্রীর। পাশ থেকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না।’ এ কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here