৪৭ বছর বয়সে বিয়ে করছেন রণদীপ হুডা

0

চলতি মাসের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। পাত্রীর নাম লিন লাইশরাম। মণিপুরের বাসিন্দা তিনি। পোশায় একজন মডেল এবং অভিনেত্রী। ৪৭ বছর বয়সী রণদীপের সঙ্গে লিনের বয়সের পার্থক্য ১০ বছর। আগামী ২৮ এবং ২৯ নভেম্বর হবে তাদের বিয়ের অনুষ্ঠান। 

শনিবার রণদীপ হুদা এবং লিন দু’জনেই সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের বিষয়ে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, মহাভারতে অর্জুন যেখানে মণিপুরের যোদ্ধা এবং রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল সেখানেই আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ নিয়ে বিয়ে করছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ২৯ নভেম্বর আমাদের বিয়ে। মণিপুরের ইম্ফলে এই অনুষ্ঠান হবে। তারপর মুম্বাইতে রিসেপশন। আমাদের এই নতুন সফরে আপনাদের আশীর্বাদ চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here