৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

0
৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

পারস্য উপসাগরের ছোট্ট দেশ কাতার এবার অতিষ্ঠ হয়ে ময়না পাখির বিরুদ্ধে অভিযানে নেমেছে। দেশটির পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সাল থেকে ময়না পাখির বিরুদ্ধে কর্মসূচি শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্য পর্যন্ত ৪৫,০০০ ‘আক্রমণাত্মক’ ময়না পাখি ধরতে সক্ষম হয়েছে তারা।

মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা সালেহ আল-ইয়াফায়ি জানান, এই অভিযানটি ৪৫টি নির্দিষ্ট স্থানে ৭৩১টি খাঁচা ব্যবহার করে পরিচালিত হয়েছে। আগামী মাসগুলোতে আরও কিছু স্থানে কার্যক্রম বাড়ানো হবে।

সালেহ আল-ইয়াফেই জনগণকে এ বিষয়ে সহায়তা করারও অনুরোধ করেছেন। তিনি ময়না পাখির কোনো দল লক্ষ্য করলে হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন। পাশাপাশি গাছগুলো যথাযথভাবে ছাঁটাই করতে ও দেয়ালের গর্তগুলো পূরণ করতে পরামর্শ দিয়েছেন। যাতে এই পাখিরা বাসা বানাতে না পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ময়না পাখি স্থানীয় পরিবেশের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। তাদের কারণে স্থানীয় প্রজাতির পাখি, কৃষিজ ফসল এবং মানুষের মধ্যেও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। এছাড়া পাখির দল দেশটির পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকির মধ্যে ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here