৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের একটি (পিএসসি) সূত্র বলছে, আজকের বিশেষ সভা শেষে এই ফল প্রকাশ করা হতে পারে। এবারই সবচেয়ে কম সময়ে বিসিএসের প্রিলির ফল প্রকাশ হতে যাচ্ছে।
গত ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।
৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়।