আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ভারতের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে দলের কন্ডিশন বুঝে নিতে এই সিরিজের দিকেই নজর নির্বাচকদের। তাই ৪৩০ দিন পর আজ রবিবার আরও একবার টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে।
প্রথম ম্যাচে রোহিত রান না পেলেও দল ঠিকই জিতেছে। আর দ্বিতীয় ম্যাচে মোহালিতে ফিরছেন কোহলি। এই ম্যাচে অবশ্য ভারতের আরেক ওপেনার জশস্বী জয়সাওয়াল আছেন গ্রোয়েন ইনজুরিতে। তাই কোহলিকে এদিন রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে দেখলে খুব একটা অবাক হওয়ার থাকবে না।