চুক্তি শেষ হওয়ার ছয় মাসে আগে হঠাৎ করেই স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ব্রাজিলের কিংবদন্তি থিয়াগো সিলভা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেলসির সাবেক তারকা আগামী বছরের বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত করতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন।
ইএসপিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী সিলভা ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। কিন্তু কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হেরে যাওয়ার পর থেকে ব্রাজিলের হয়ে আর খেলেননি।
স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) ফ্লুমিনেন্স জানিয়েছে, ২০২৬ সালে জুনে ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল সিলভার। এর আগে ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই কিংবদন্তি। তিনি গত বছরের মে মাসে রিও ডি জেনেইরোর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।
ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই ও চেলসির এই সাবেক ডিফেন্ডার ফ্লুমিনেন্সে রেখে যাচ্ছেন নিবেদন ও ভালোবাসার এক অনন্য উত্তরাধিকার।’ উল্লেখ্য, সিলভা ২০০৬-০৮ পর্যন্ত এই ক্লাবে খেলেই ইউরোপে পাড়ি দিয়েছিলেন।
ফ্লুমিনেন্সের এর একজন খেলোয়াড় জানান, সিলভার তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। তিনি বিশ্বকাপ শিরোপা দিয়ে নিজের ফুটবলকে বিদায় বলতে চান।
এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চেলসির ডিফেন্ডার জন টেরির এক বক্তব্যের সূত্র ধরে সিলভার চেলসিতে প্রত্যাবর্তনের গুঞ্জন ডালপালা মেলেছে। এই ইংলিশ কিংবদন্তি টিকটকে জানান, তিনি সিলভাকে ফের স্টামফোর্ড ব্রিজে দেখতে চান। ২০২১ সালে চেলসির দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই ব্রাজিলিয়ান। টেরি বলেছিলেন, ওর দুই সন্তান আমাদের একাডেমিতে আছে।
কোনো সন্দেহ নেই, সে পরিবারসহ বড়দিনে লন্ডনে ফিরবে। থিয়াগো সিলভা গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মৌসুমের বেশিরভাগ সময়ই ছিলেন শুরুর একাদশে। ব্রাজিলের ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয় ডিসেম্বর মাসে।
জাতীয় দলের হয়ে সিলভা টানা চারটি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন। তিনি ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৯ সালের কোপা আমেরিকাও জিতেছেন। তিনি ব্রাজিলের হয়ে ১১৩টি ম্যাচে সাতটি গোল করেছেন। ফ্লুমিনেন্সের সাথে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হচ্ছে। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে আসার পর জাতীয় দলে আর ডাক না পেলেও অনেকের মতেই বিশ্বকাপের দলে সিলভাকে রাখা উচিত। ৪১ বছর বয়সে এসে সিলভাও হয়ত ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলার কথা ভাবছেন।

