৪১ পেরিয়ে নতুন রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

0

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়লেন টেস্ট ইতিহাসের সফলতম ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। 

বিশাখাপট্টনমে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জিতে দ্বিতীয় টেস্টে বোলিং করছে ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন বোলিংয়ে আসার পরপরই টেলিভিশন ধারাভাষ্যে তার গুণগান শুরু হয়ে যায়। কেননা এ নিয়ে ২১ বছর পেরিয়ে ২২তম পঞ্জিকাবর্ষে টেস্ট খেলতে নামলেন অ্যান্ডারসন। তাতে শিবনারায়ণ চন্দরপলকে ছুঁয়ে ফেললেন তিনি। 

২০০৩ সালে অ্যান্ডারসনের অভিষেক উইকেট ছিল জিম্বাবুয়ের মার্ক ভারমিউলেনের। শুবমান গিলের উইকেটটি তার ৬৯১তম। এ নিয়ে ২২টি ভিন্ন পঞ্জিকাবর্ষে টেস্ট উইকেট নিলেন অ্যান্ডারসন। এ কীর্তি নেই আর কারও। 

টেন্ডুলকার ক্যারিয়ারে দু’টি বছর বাদে বাকি সব কটিতেই বোলিং করেছেন, তবে উইকেট পেয়েছেন ১৩টি ভিন্ন বছরে। আর চন্দরপল উইকেট নিয়েছেন ৫টি আলাদা বছরে।

আজ অ্যান্ডারসনের বয়স ৪১ বছর ১৮৭ দিন। ভারতের মাটিতে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে টেস্ট খেলতে নামলেন তিনি। ছাড়িয়ে গেলেন লালা অমরনাথকে। ১৯৫২ সালে পাকিস্তানের বিপক্ষে অমরনাথ নেমেছিলেন ৪১ বছর ৯২ দিন বয়সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here