চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলাকে সংযোগ স্থাপনকারী ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন পেয়েছে। মেঘনা ও ধনাগোদা নদীর উপর ব্রিজটি নির্মিত হবে। এই সেতু চাঁদপুরে মতলব উত্তর উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক সংযোগ সৃষ্টি করবে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদপুরে ঝুলন্ত সেতু নির্মাণে ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্প চলবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পুরোপুরি দেশীয় অর্থে সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করবে।