৪র্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে প্রশিক্ষিত শ্রমিক তৈরি করতে হবে : রওশন এরশাদ

0

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আসন্ন ৪র্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে তাদের যোগ্য প্রশিক্ষিত শ্রমিক হিসেবে তৈরি করতে হবে। নইলে বেকারত্ব এক ভয়াবহ আকার ধারণ করবে। 

মে দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি আরও বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিবছর শুধুমাত্র পহেলা মে দিবস শ্রমিক দিবস উপলক্ষে দলীয়ভাবে আলোচনা সভা অথবা সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। শ্রমিকদের অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। এবারের পহেলা মে দিবস হোক শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার। 

বেগম রওশন এরশাদ বলেন, আমাদের স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও, আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হলেও মেহনতি শ্রমজীবী মানুষদের পরিপূর্ণ অর্থনৈতিক মুক্তি আসেনি। শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। যাদের শ্রমের বিনিময়ে দেশের উন্নতি হচ্ছে শুধুমাত্র সেইসব শ্রমিকদের জন্যই নয়, তাদের পরিবারের জন্যেও আমাদের কাজ করতে হবে। তাদের সন্তানাদি যেন মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে। গোটা দুনিয়া চলছে এবং ভবিষ্যতে চলবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here