৩ মে ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

0

হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ করবে। আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে এ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকালে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় বিশেষ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী জুন মাসে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।

জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে হেফাজতে ইসলাম জানিয়েছে, কেন্দ্রীয় বিশেষ কমিটির জরুরি সভায় নেওয়া এক প্রস্তাবে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে ১৬ বছর মানবতাবিরোধী অপরাধ করেছে। দেশে গুম, খুন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনে প্রশাসনিক আদেশের মাধ্যমে এবং ১৯৭৮ সালের ‘দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স’ অনুযায়ী সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে। এই দাবি আদায়ে দেশের স্বার্থেই সব মত-পথ ও ঘরানার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রস্তাবে আরও বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ জন্য ইসলাম, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামের ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরেক প্রস্তাবে সমাজের গরিব, অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, ‌প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here