বরগুনার আমতলীতে পৃথক অভিযানে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় ১ কেজি গাঁজাসহ উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারের মৃত্যু আলী আকাব্বর মুন্সীর ছেলে মাদক কারবারি মো. মোশারেফ হোসেন মুন্সীকে (৫৬) গ্রেফতার করে। অপরদিকে শনিবার রাত সাড়ে তিনটার দিকে আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে মাদক বেচা কেনার সময় ৩১০ পিস ইয়াবাসহ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের মৃত্যু সোনা মিয়া হাওলাদারের ছেলে মাদক কারবারী হুমায়ূন কবির (৩০), একই এলাকার মৃত্যু শানু ফকিরের ছেলে মিজানুর রহমান ফকিরকে (৩০) গ্রেফতার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পৃথক দুটি অভিযান পরিচালনা করে পুলিশ ১ কেজি গাঁজা ও ৩১০ পিস ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।