৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল বাহিনী

0

অধিকৃত পশ্চিম তীরে তল্লাশির সময় তিন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছের এই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪), উদয় ওসমান আল-শামি (২২) ও মোহাম্মদ রাঈদ দাবিক (১৮)।

রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকি আক্রান্ত হয়েছে। এ সময় ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। এ ঘটনায় এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এর জবাবে সৈন্যরা তাজা গুলিবর্ষণ করেছে।

সূত্র : আল জাজিরা ও রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here