৩ পিকেটারকে ছিনিয়ে নেয়ায় পুলিশের মামলা, আটক ৪

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পুলিশকে মারধর করে আটককৃত বিএনপির তিন নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ। তিনি বলেন, বিএনপির যে তিনজন নেতাকে ছিনিয়ে নেওয়া হয়, তাদেরকে এখনও গ্রেফতার করা যায়নি। তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।      

মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুজাসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ওইদিন রাতেই নিজ এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির চারজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here