মাত্র প্রতিটি তিন টাকায় দিনাজপুরে বিক্রি হচ্ছে ভোজন রসিকদের পছন্দের কোপ্তা।। শুধু এই দামে কোপ্তা পাওয়া যাবে দিনাজপুর শহরের কসবা-সুন্দরা সড়কের মাঝে খোয়ারের মোড় এলাকায় কয়েকটি ছোট ছোট দোকানে। দিনাজপুরের আর কোথাও এতো কম দামে কোপ্তা পাওয়া যায় না।
এসব কোপ্তার দোকানে একটিতে প্রতিদিন কমপক্ষে ৩ হাজার পিচ বিক্রি হয়। বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জমে এই কোপ্তা বাজার। এখানে কোপ্তার সাথে সালাদ দেওয়া হয় বিনামূল্যে। এসব দোকান থেকে শহরের অনেকে অর্ডার দিয়ে পার্সেল আকারেও কোপ্তা নেয়। দোকানগুলোর বেশিরভাগই নিজেরাই পরিচালনা করেন। এই এলাকায় চারটি কোপ্তার দোকান হয়েছে। কোপ্তার দোকান করেই অনেকের সংসারে এনেছেন স্বচ্ছলতা।
মাংসের কাবাব খেতে অনেকেই পছন্দ করে। আর গরুর মাংস দিয়ে তৈরি করা যায় নানান ধরনের পদ। যার মধ্যে অন্যতম হলো কাবাব। জনপ্রিয় এই বিফ কোপ্তা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এমনটাই বললেন মোসাদ্দেক হোসেনসহ কয়েকজন ক্রেতা।