৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ৯ দিন ছুটি

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব উঠতে পারে। এই প্রস্তাব অনুমোদিত হলে, এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি পাবেন। 

বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাবেই সরকার ছুটির তালিকা নির্ধারণ করেছে।

গত বছরের ১৭ অক্টোবর, উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের জন্য ৫ দিনের ছুটি অনুমোদন করেছিল, যা আগে ছিল ৩ দিন। এরপর ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের জন্য সাধারণ ছুটি থাকবে। ঈদের আগের দুই দিন, ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন, ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকছে। এর ফলে, সরকারি চাকরিজীবীরা মোট ৬ দিন ছুটি পাবেন।

তবে, যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়, তাহলে সাপ্তাহিক ছুটি ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here