ভারতের মাটিতে সফরের শুরুতে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হার দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও ৫ উইকেটে হেরে গিয়েছিল অজিরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের গুড়িয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্টিভেন স্মিথের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ স্টিভেন স্মিথের দল জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তাও ৩৯ ওভার হাতে রেখে, এতে পুরো ম্যাচটাই শেষ হয়েছে ৩৭ ওভারে।
বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয় ভারত। দলীয় ৩ রানেই মিচেল স্টার্কের বলে শুভমান গিলের (০) বিদায়। স্টার্কের দ্বিতীয় শিকার হওয়ার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। এরপর ‘গোল্ডেন ডাক’ মারা সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুলকেও (৯) তুলে নেন স্টার্ক। ভারত ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। মিডল অর্ডারে নেমে অক্ষর প্যাটেল ২৯ বলে ১ চার ২ ছক্কায় অপরাজিত ২৯ রান না করলে ভারতের স্কোর তিন অংকে যেত না। ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক। সিন অ্যাবট নেন ২৩ রানে ৩টি, নাথান এলিস ২টি।