ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এই রুটে এখন পর্যন্ত বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।
ফেরি চলাচলের বিষয়টি নিশ্চত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দীন।
উল্লেখ্য, রবিবার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া-নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।