৩৫ বছর পর স্বামীর সংসারে ফিরলেন কারিনার মা ববিতা কাপুর

0

১৭ বছর সংসার করার পর ১৯৮৭ সালে ছোট দুই মেয়েকে নিয়ে স্বামী রণধীর কাপুরের বাড়ি ছাড়েন ববিতা। বাড়ি ছাড়লেও কখনোই তাদের আইনগত বিচ্ছেদ হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর রণধীর কাপুরের সংসারে ফিরে এসেছেন স্ত্রী ববিতা কাপুর।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিঙ্গেল মাদার হয়েও কঠোর হাতে দুই মেয়েকে সামলেছেন ববিতা। তার দুই মেয়ে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুর। তারা দুজনই বলিউডে প্রতিষ্ঠিত। বাবা-মাকে একসঙ্গে থাকার জন্য রাজি করিয়েছেন কারিশমা ও কারিনাই। তাদের কথাতেই ববিতা কাপুর ফিরে এসেছেন।

কিন্তু এবার ঠিকই ফিরে এসেছেন ববিতা। সব বিভেদ ভুলে উঠেছেন রণধীরের বান্দ্রার বাড়িতে। ৩৫ বছর পর আবারও একসঙ্গে সংসার বেঁধেছেন তারা। শোনা যাচ্ছে, সাত মাস ধরে নাকি তারা একসঙ্গে রয়েছেন। সেখানে দুজন দুজনের যত্ন নিচ্ছেন, একসঙ্গে সময় কাটাচ্ছেন। বাবা-মা এক হয়ে আবারও সংসার করায় তাদের দুই মেয়ে কারিনা কাপুর ও কারিশমা কাপুরও খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here