৩৪ বলে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন ‘বোলার’ অ্যাবট

0

৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন অজি ক্রিকেটার শন অ্যাবট। সেঞ্চুরি হাঁকানোর পর ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। ৪১ বলের ইনিংসটি ১১ ছক্কায় সাজানো। এর মধ্যে ১৭তম ওভারে কেন রিচার্ডসনের ছয় বলে নেন ৩০ রান। এরপর মাইকেল হোগানের বলে পর পর দুই ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন অ্যাবট।

মূলত পেস বোলার হিসেবেই পরিচয় শন অ্যাবটের। টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। কিন্তু ওভালে ইংলিশ টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ব্যাট হাতেই ইতিহাস গড়ে ফেললেন এই অজি ক্রিকেটার। এতে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনও ক্রিস গেইলের দখলে। ক্যারিবীয় ব্যাটিং দানব আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এছাড়া ৩২ বলে সেঞ্চুরির কীর্তি রয়েছে ভারতীয় ব্যাটার ঋশভ পন্থ এবং সাউথ আফ্রিকার ব্যাটার উইহান লুবের ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে।

উল্লেখ্য, অ্যাবটের টর্নেডোতে ভর করে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে স্বাগতিক সারে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতে পারে কেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here