ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ওই উপত্যকায় নিহতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারেননি। সূত্র: আনাদোলু এজেন্সি