‘২-৩ বছর খেলতে থাকলে ওরা দেখিয়ে দেবে কী করতে পারে’

0

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডের পর জিতেছে টি-টোয়েন্টিতেও। বোলিংয়ে শরিফুল ইসলাম, মাহেদী হাসানদের পর ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। এমন পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। 

সহকারী কোচ নিক পোথাস বলছেন, ২-৩ বছর সময় দিলে এখনকার ক্রিকেটাররাই করে দেখাবেন দারুণ কিছু। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচের একটি জিতলেই হবে সিরিজ জয়। এর আগে কখনোই রঙিন পোশাকে নিউজিল্যান্ডে জেতেনি বাংলাদেশ। দারুণ সুযোগে সম্ভাবনা দেখছেন পোথাস।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here