অত্যাধুনিক ভবন, সরঞ্জামসহ অপারেশন থিয়েটার (ওটি) ও চিকিৎসক থাকলেও গত দুই সপ্তাহ ধরে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) ও আল্ট্রা বন্ধ, এতে সেবাবঞ্চিত সাধারণ রোগীরা। ওটির দায়িত্বে থাকা চিকিৎসকরা বন্ধের বিষয়ে জিআই (জেনারেল এনেস্থিসিয়া) মেশিন এর অপ্রতুলতার কথা জানিয়েছেন।
জানা যায়, পর্যাপ্ত সরঞ্জামাদি ও সুযোগ-সুবিধা থাকা স্বত্ত্বেও এনেস্থিসিয়া, গাইনী চিকিৎসক ও জনবল সংকটের কারণে প্রায় ৫ বছর বন্ধ থাকা অপারেশন থিয়েটার গত ২০২১ সালের ৭ নভেম্বর বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রচেষ্টায় পুনরায় চালু হয়। কিন্তু আবার সেটি বন্ধ হওয়ায় প্রসূতি মা, এপেন্ডিসাইটিস ও টিউমার রোগীরা বিপাকে পড়েছেন।
পাকেরহাট গ্রামের এক প্রসূতি মা মাহফুজা খাতুন বলেন, সিজার করানোর জন্য চিকিৎসকের নির্ধারিত তারিখ অনুযায়ী হাসপাতালে ভর্তি হই কিন্তু পরে তাঁরা জানায় এনেস্থিসিয়া মেশিনে সমস্যা। বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে সিজার করানো হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা মাজিদা নামে এক রোগী বলেন, চিকিৎসক আল্ট্রা করানোর পরামর্শ দিলেও হাসপাতালে মেশিন নাকি বন্ধ। তাই বাইরের ডায়াগনস্টিক সেন্টারে করাতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু বলেন, এনেস্থেসিয়া মেশিনের সমস্যার কারণে ওটি বন্ধ রয়েছে। ঠিক হলেই পুনরায় ওটি চালু হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবীর বলেন, ওটি সচল রাখতে আমরা প্রস্তুত। কিন্তু জরুরী মুহূর্তে রোগীকে ম্যানেজ করার ব্যবস্থা না থাকায় আপাতত ওটি বন্ধ আছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের অবহিত করেছি।
এবিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শামসুদ্দোহা মুকুল জানান, একটু সমস্যার কারণে অপারেশন থিয়েটার (ওটি) ও আল্ট্রাসোনোগ্রাম বন্ধ আছে। তবে চলতি সপ্তাহেই চালু করার চেষ্টা চলছে।