ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, যা ওয়ানডে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটেও ছিল দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারের রেকর্ডটা এবার ভেঙে দিয়েছেন সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
জবাবে তাণ্ডব শুরু করে সাউথ অস্ট্রেলিয়াও। সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলার পর ইনিংসের দ্বিতীয় ওভারে ৩২ রান তোলেন ম্যাকগার্ক। তার মারের হাত থেকে কোনো বোলারই রেহাই পাননি। একটা পর্যায়ে টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছেন তিনি। চার-ছক্কার বৃষ্টিতে অঙ্ক ছুঁয়েছেন মাত্র ২৯ বলে।
শেষ পর্যন্ত ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ম্যাকগার্ক। পেশাদার ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিতেই বিশ্বরেকর্ড! এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
তবে সাউথ অস্ট্রেলিয়া অবশ্য সম্ভাবনা জাগিয়েও ম্যাচটা জিততে পারেনি। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানেই গুটিয়ে গেছে তারা।