২৯ জুলাই বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু

0

সামনেই এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টের কথা বিবেচনা করে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প।

প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হবে ২৫ থেকে ২৮ ক্রিকেটারকে। যেখানে রাখা হতে পারে চলমান ইমার্জিং এশিয়া কাপে ভালো করা ক্রিকেটারদেরও। মেডিকেল টিম সবুজ সংকেত দিলে তামিম ইকবালও থাকবেন ক্যাম্পে। যদিও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এখনো নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত। ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারদের তালিকা আগামী সপ্তাহে জানাবে বিসিবি।

তবে সেখানে দুশ্চিন্তার নাম সবশেষ তিন ওডিআই হোম সিরিজের দুটাতেই হারের আক্ষেপ। ব্যাকআপ ওপেনার, সাত নম্বর পজিশন নিয়েও বিপাকে টিম ম্যানেজমেন্ট। তাই প্রাথমিক দল হবে ২৫ থেকে ৩৫ জনের। এছাড়াও, ইমার্জিং এশিয়া কাপে যারা ভালো করেছেন তারাও ক্যাম্পে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন নান্নু।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ক্যাম্প যখন শুরু হবে তখন তো আপনারা দেখবেন-ই কারা থাকছে। আমরা এই বিষয়ে আলোচনা করছি। একটা বড় স্কোয়াডই আমরা ওইখানে দেবো, প্রায় ২৭-২৮ জনের। সবকিছু পর্যালোচনা করেই কিন্তু স্কোয়াডটা দেয়া হবে। আর এখানে সাত নম্বর কিংবা এক নম্বর নয়, এ বৈঠকে সকল বিষয়েই আলোচনা হয়েছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here